দেশ

নির্বাচনী জনসভায় অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

নির্বাচনী জনসভায় অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জম্মুর জাসরোতায় রবিবার এক জনসভায় বক্তব্য পেশ করছিলেন খাড়গে। আচমকাই তাঁর মাথা ঘুরে যায়। দলের নেতা-কর্মীরা তাঁকে একটি চেয়ারে বসিয়ে দেন। তবে আপাতত তিনি ভালো আছেন বলে জানা গিয়েছে । সম্প্রতি কাঠুয়ায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে এক পুলিশ কর্মীর। আহত হয়েছেন আরও দু’জন। এই বিষয়ে মন্তব্য করছিলেন হাত শিবিরের প্রথম দলিত সভাপতি। ঠিক সে সময় তিনি অসুস্থ বোধ করেন । শরীর খারাপ থাকায় ভাষণেও ছেদ পড়ে। মঞ্চে উপস্থিত দলের নেতা-কর্মীরা বিষয়টি বুঝতে পেরে তাঁকে একটি চেয়ারে বসিয়ে দেন । সভাপতি কেমন আছেন তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর। তিনি জানান, প্রথমে অস্বস্তি বোধ করলেও এখন ভালো আছেন খাড়গে । দলের আরেক নেতা রবীন্দ্র শর্মা জানান, মঞ্চে অসুস্থ বোধ করায় খাড়গেকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় । সেখানেই তিনি খানিকটা সময় বিশ্রাম করেন । আরও পরে চিকিৎসক এসেও দেখে যান কংগ্রেস সভাপতিকে । শরীর খারাপের পর তিনি জম্মু ও কাশ্মীরে থেকে নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন নাকি দিল্লি ফিরবেন তা এখনও ঠিক হয়নি । ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে । তাতে দেখা যাচ্ছে কংগ্রেস সভাপতি স্বাভাবিকভাবে কথা বলছিলেন । আচমকা তাঁর গলা ধরে আসে । কথা বলতে সে সময় বেশ সমস্যা হচ্ছিল তাঁর। তবু ভাষণ থামাননি । কিন্তু অল্প সময়ের মধ্যেই ভাষণ থামাতে হয় কংগ্রেস সভাপতিকে । আশপাশে থাকা নেতা-কর্মীরাও বুঝতে পারছিলেন কিছু একটা হয়েছে । সভাপতি ভাষণ থামিয়ে দেওয়ার পর তাঁরা ধীরে ধীরে নেতার পাশে এসে দাঁড়ান । পরিস্থিতি খুব একটা সুবিধের নয় বুঝে খাড়গেকে চেয়ারে বসিয়ে দেওয়া হয় । আরও পরে চিকিৎসক এসে দেখে যান নেতাকে ।