কলকাতা

বিজেপি শাসিত রাজ্য গুলিকে পিছনে ফেলে ‘মহিলা পরিচালিত’ শিল্পক্ষেত্রে দেশের সেরা বাংলা

দেবীপক্ষের সূচনার আগেই বিরাট সফলতার কথা জানালেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দেবী পক্ষের আগেই গর্বের সঙ্গে ঘোষণা করছি যে এমএসএমই বার্ষিক রিপোর্ট ২০২৩-২৪ যেটা ভারত সরকারের এমএসএমই মন্ত্রক প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ মহিলা পরিচালিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রে সবার শীর্ষে। ’ ‘আশ্চর্যজনকভাবে  মহিলা পরিচালিত এমএসএমইতে রাজ্য দেশের মধ্যে একেবারে প্রথম স্থানে রয়েছে। দেশের নিরিখে ২৩.৪২ শতাংশ রয়েছে এই রাজ্যের।’ ‘এই সংখ্যাটা বাংলার মহিলা উদ্যোগপতিদের শক্তিকে সামনে এনেছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ লিখেছেন বাংলার মুখ্য়মন্ত্রী।মহালয়ার আগেই এল খুশির খবর। বাংলার মহিলা উদ্যোগপতিদের শক্তিকে সম্মান জানাল ভারত সরকার। রাজ্যের দেওয়া তথ্য অনুসারে নয়, কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুসারে এই বিরাট সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। এর জেরে এতদিন ধরে বিরোধীরা রাজ্যের শিল্প ক্ষেত্রে খরা নিয়ে যে নানারকম কটাক্ষ করতেন তা থেকে সাময়িক স্বস্তি।বাংলার মুখ্য়মন্ত্রীর এই পোস্টের পরেই অনেকেই অভিনন্দন জানিয়েছেন। ক্ষুদ্র, মাঝারি, ও ছোট শিল্প ক্ষেত্রে মহিলাদের এগিয়ে চলাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।