নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ খেলতে খেলতেই মৃত্যু হল একবালপুরের বাসিন্দা সোনু যাদবের (২২)। এই যুবক বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার। আজ সকালে ১১টা ৪০মিনিট নাগাদ ময়দানে প্র্যাকটিস ম্যাচে কয়েক ওভার ব্যাটিং করার পর আউট হয়ে যান সোনু। এরপর মাঠের বাইরে আসার পরেই ঘটে বিপত্তি। হেলমেট খোলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে যান সোনু৷ তারপর নিজে থেকে উঠে দাঁড়ালেও কিছুক্ষণ ফের ফের পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি৷ এরপরই দ্রুত তাকে মাঠ থেকে সিএবি–র মেডিক্যাল ইউনিটে আনা হয়৷ সেখান থেকেই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান সানস্ট্রোক হয়েই সোনুর মৃত্যু হয়েছে।