ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, কাশ্মীর এলাকায় ইন্ডিয়া জোট পেতে পারে ২৯-৩৩টি আসনে। বিজেপি একটি আসনে জিততে পারে। তিনটি আসনে লড়াই করেছে। পিডিপি জিততে পারে ছ’টি থেকে ১০টি আসনে। অন্যান্যদের ঝুলিতেও ছ’টি থেকে ১০টি আসন যেতে পারে। ধ্রুব রিসার্চের সমীক্ষায় অনুযায়ী, ৫৭-৬৪টি আসনে জিততে পারে কংগ্রেস। আর বিজেপির ঝুলিতে যেতে পারে ২৭-৩২টি আসন। অর্থাৎ আরও একটি সমীক্ষায় বিজেপি সরকারের পতনের আভাস দেওয়া হল। পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স। জিততে পারে ৩৩-৩৫টি আসন। কংগ্রেস ১৩-১৫টি আসনে জিততে পারে। বিজেপি জিততে পারে ২৩-৩৭টি আসন। পিডিপির ঝুলিতে যেতে পারে সাতটি থেকে ১১টি আসন। অর্থাৎ ইন্ডিয়া জোট মিলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। ৯০টির মধ্যে জম্মু এলাকার ৪৩টি আসনের মধ্যে ২৭ থেকে ৩১টি আসনে জিততে পারে বিজেপি। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ১১-১৫টি আসন। পিডিপির ঝুলিতে সর্বাধিক দুটি আসন যেতে পারে।