কলকাতা

সরকারি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় জন্ম হল টেস্ট টিউব বেবির, নজির গড়ল এসএসকেএম

নজির গড়ল শহর কলকাতারই এক সরকারি হাসপাতাল। এই প্রথমবার সম্পূর্ণ বিনামূল্যে জন্ম হল এক টেস্ট টিউব বেবির। উল্লেখ্য, বেসরকারি হাসপাতালে টেস্ট টিউব বেবির জন্ম আজকালকার দিনে নতুন কিছু নয়। কিন্তু, তার জন্য় লক্ষ-লক্ষ টাকা খরচ করতে হয়। সেখানে শুক্রবার এসএসকেএম হাসপাতালে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতির মাধ্যমে যে শিশুর জন্ম হয়েছে, তার জন্য প্রসূতির পরিবারকে এক টাকাও খরচ করতে হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ রয়েছে সদ্যোজাত। তার ওজন প্রায় ৩ কিলোগ্রাম। সুস্থ রয়েছেন প্রসূতিও। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। প্রসঙ্গত, ভারতে আইভিএফ পদ্ধতির মাধ্যমে মানব শিশুর জন্ম দেওয়ার প্রযুক্তির প্রবর্তন ঘটিয়েছিলেন করেছিুলেন ডা. সুভাষ মুখোপাধ্য়ায়। প্রয়াত ডা. মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী ছিলেন ডা. সুদর্শন ঘোষ দস্তিদার।