কলকাতা

সপ্তমীর সন্ধ্যায় নির্যাতিতার প্রতীকী মূর্তি পরিক্রমায় ফের পুলিশি বাধার অভিযোগ

সপ্তমীর সন্ধ্যায় ধর্মতলায় চিকিৎসকদের অনশনস্থল উতপ্ত হয়ে উঠল। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি আন্দোলনকারী চিকিৎসকদের। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মতলায় ‘অভয়া পরিক্রমা’য় বাধা দেয় পুলিশ। সপ্তমীর সন্ধ্যেয় মিছিলে আপত্তি পুলিশের। যদিও পুলিশের সেই বাধাকে উপেক্ষা করেই একের পর এক পুলিশের গার্ডরেল সরিয়ে দেন মিছিলকারীরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত মিছিল। মহাসপ্তমীর সন্ধ্যা প্রবল ভিড়ের মাঝে ‘অভয়া পরিক্রমাকে ঘিরে অশান্তি ছবি ধর্মতলাতে। ধর্মতলার পর কলেজ স্কোয়ারে ‘অভয়া পরিক্রমা’য় বাধা। পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি। মিছিলকারীদের পুজো মণ্ডপে ঢুকতে দিতে চান না বলেই সাফ জানালেন কলেজ স্কোয়ারের পুজো উদ্যোক্তারা। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে দেন। তাঁদের সঙ্গে হাত মেলান ধর্মতলায় আসা সাধারণ মানুষও। ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।