দেশ

গ্যান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটাকে শেষ বিদায়

বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনের বাইরে জড়ো হন বিভিন্ন পেশার মানুষ। হাজির হন টাটা গ্রুপের কর্মচারীরাও। রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন অমিত শাহ। শেষ শ্রদ্ধা জানাতে হাজির মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। বৃহস্পতিবার ওরলি শ্মশানে রতন টাটাকে গ্যান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। তাঁকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামল ওরলি শ্মশানে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হয়। বৃহস্পতিবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।