কলকাতা

সমস্ত চিকিৎসক সংগঠনকে বৈঠকে ডাক, ডাক্তারদের ‘দ্রোহের-কার্নিভাল’ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ মুখ্যসচিবের

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ সমস্ত চিকিৎসক সংগঠনকে বৈঠকের জন্য আহ্বান জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার বেলা ১২টায় বৈঠক ডাকা হয়েছে সল্টলেকের স্বাস্থ্য ভবনে। পাশাপাশি, ‘দ্রোহ কার্নিভাল’ কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করে জুনিয়র চিকিৎসকদের যৌথ মঞ্চকে চিঠি দিলেন মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। এর মধ্যেই জুনিয়র ডাক্তারদের দাবিকে সমর্থন জানিয়ে আইএমএ আগামী মঙ্গলবার দেশ জুড়ে ১২ ঘণ্টা প্রতীকী অনশনের ডাক দিয়েছে। ওই দিনই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিও রয়েছে। এই আবহের মাঝেই সমস্ত চিকিৎসক সংগঠনকে নিয়ে বৈঠকের বসার আয়োজন করল নবান্ন। রবিবার সন্ধ্যায় এই বৈঠকের ব্যাপারে জানিয়ে ই-মেল করা হয়েছে। প্রত্যেক সংগঠনের তরফে দু’জনকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। তাঁদের নাম ই-মেল করে পাঠাতে বলা হয়েছে। যদিও, কোন কোন সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেবেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।