দেশ

বান্দ্রায় প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে মৃত্যু এনসিপি নেতার

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির (৬৬)। গুরুতর আহত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতার মৃত্যুতে শোরগোল রাজনৈতিক মহলে।  সূত্রে খবর, শনিবার নির্মল নগরে নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন বাবা সিদ্দিকি। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়িতে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পুলিশ সূত্রে খবর, বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে মোট তিনটি গুলি চালানো হয়। তবে, ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা ব্যবসায়িক কোনও শত্রুতা রয়েছে কিনা, সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। গুলি চালনার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট তিনজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।