সাংবাদিক গৌরী লংকেশকে খুনের ঘটনায় আটজন অভিযুক্তকে জামিন দিল বেঙ্গালুরু আদালত। এরই মধ্যে দুজনকে ফুল মালা দিয়ে বরণ করে নিল স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী। ওই দুজনের নাম পরশুরাম ওয়াগমারে ও মনোহর জাদভে। ঘটনার সূত্রপাত আজ থেকে সাত বছর আগে। দিনটা ছিল ২০১৭ সালের পাঁচ সেপ্টেম্বর। তদন্তে উঠে আসে ঐদিন সন্ধ্যেবেলা দুষ্কৃতীরা বাইকে চেপে এসে গৌরীর বাড়ির সামনে তাঁকে ডাকে। তিনি বাড়ি থেকে বেরোলে গুলি করে চম্পট দেয় সেখান থেকে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লংকেশের। এই ঘটনায় তোলপাড় হয় সব মহল। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। মোট ১৮ জন ছিলেন সন্দেহের তালিকায়। তার মধ্যে ছিলেন পরশুরাম এবং মনোহর। এই দুজন ছাড়াও জামিন পেয়েছেন অমল কালে, রাজেশ বাঙ্গেরা, বাসুদেব সূর্যবংশী, ঋষিকেশ দেবদেকর, গণেশ মিসকিন এবং অমিত রামচন্দ্র বাদ্দি। গত বুধবার অর্থাৎ আট অক্টোবর তাদের জামিন মঞ্জুর করে বেঙ্গালুরু আদালত। আনুষ্ঠানিকভাবে অভিযুক্তরা ছাড়া পান ১১ অক্টোবর। পরশুরাম এবং মনোহর নিজেদের এলাকায় ছাড়া পাওয়ার পর পা রাখা মাত্রই তাদের বীরের সম্মান দেওয়া হয়। গায়ে চাপিয়ে দেওয়া হয় গেরুয়া উত্তরীয়। অভিযুক্তদের দাবি, তারা হিন্দুত্ববাদী হওয়ায় তাদের এতদিন জেলে আটকে রাখা হয়েছিল। কেন এই জামিন? বিচারপতিদের বক্তব্য, বিচারে দেরি হওয়ার কারণে তারা বেল পেয়েছে। অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন, ৫২৭ জন চার্জশিটে সাক্ষী রয়েছে এবং এখনও পর্যন্ত মাত্র ১৪০ জন সাক্ষীকে জেরা করা হয়েছে। অদূর ভবিষ্যতে বিচার শেষ হওয়ার সম্ভাবনা নেই। তাই তাদের মক্কেলদের যেন জামিন মঞ্জুর করা হয়। এই পরিপ্রেক্ষিতেই জামিন মঞ্জুর হয়েছে অভিযুক্তদের।