কলকাতা

‘১০টার মধ্যে ৭টা দাবি কার্যকর হয়েছে’, বৈঠকের পর জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ

আন্দোলনকারী চিকিৎসকদের ১০ দফা দাবি নিয়ে সোমবার স্বাস্থ্যভবনে বৈঠক মুখ্যসচিব মনোজ পন্থ এবং বিভিন্ন চিকিৎসক সংগঠনের মধ্যে। বৈঠকের পর মুখ্যসচিব সাফ জানিয়ে দিলেন, চিকিৎসকদের দশ দফা দাবির মধ্যে সাতটি দাবিই মানা হয়েছে। বাকি তিনটি দাবি নিয়ে অবশ্য স্পষ্ট করে মুখ্যসচিব কিছু জানাননি। তিনি বলেন, ‘বাকি যে তিনটি দাবি চিকিৎসকরা রেখেছেন তা এখনই মানা সম্ভব হচ্ছে না। এর টাইমলাইন এখনই বলা সম্ভব হচ্ছে না। কারণ, বাকি তিনটি দাবি মানার ওপর প্রশাসনের হস্তক্ষেপ নির্ভর করছে’। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সেই নিয়েও প্রশ্ন তোলেন চিকিৎসক সংগঠনের সদস্যরা। বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন তোলারও অনুরোধ করেন পন্থ। মুখ্যসচিব জানিয়েছেন, ওঁরা সকলে নিজেদের মতামত জানিয়েছেন। অনশন নিয়েও কথা হয়েছে। অনশন যাঁরা করছেন, তাঁরা দয়া করে এবার তুলে নিন। উল্লেখ্য, সোমবার দশম দিনে পড়েছে জুনিয়র চিকিৎসকদের অনশন। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন একাধিক জুনিয়র চিকিৎসক। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।