বাঙালির সেরা উৎসব এবছরের মতো শেষ। তবে এখনও দুর্গাপুজোর কার্নিভাল জিইয়ে রেখেছে আম জনতার উন্মাদনা। দশমীর মন খারাপের মধ্যেও নতুন জামার পাট ভেঙে কার্নিভালে যোগ দিতে উৎসাহী তিলোত্তমাবাসী। রেড রোড জমে উঠেছে সেরার সেরা পুজোগুলির পদযাত্রার সাক্ষী হতে। সেই সঙ্গে প্রস্তুত লালবাজারও। বিপুল জন সমাগম সামলাতে বাড়তি ফোর্স মোতায়েন করছে লালবাজার। উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে লালবাজারে বিশেষ বৈঠক হয়েছে। শেষমুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কী অবস্থায় তা নিয়ে খোঁজখবর নেন খোদ পুলিস কমিশনার মনোজ ভার্মা। পাশাপাশি পুজোর সময় একাধিক মণ্ডপে আর জি করের ঘটনার প্রতিবাদ-স্লোগান শোনা গিয়েছে। তার জেরে কার্নিভালে নিয়ে সতর্ক লালবাজার। প্রতিবছরের মতো এবারও মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে উপস্থিতি থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বরা। সেখানেই হাজির হবে পঞ্চাশের বেশি পুজো কমিটি। কুইনস ওয়ে থেকে প্রবেশ করবে একের পর এক ট্যাবলো। কার্নিভালে সামিল হয়ে সেগুলি একে একে এগিয়ে যাবে বাজে কদমতলা ঘাটের দিকে। সেখানেই কার্নিভালে অংশগ্রহণ করা প্রতিমাগুলির নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে। তার জেরে বাজে কদমতলা ঘাটে দু’জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্ব বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গঙ্গাতেও রিভার ট্রাফিক পুলিস ও বিপর্যয় মোকাবিলা বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, কুইনস ওয়ে থেকে ঘাট পর্যন্ত রাস্তায় থাকছে পৃথক পুলিস বাহিনী। লালবাজার সূত্রে খবর, গোটা এলাকাটিকে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দু’জন অতিরিক্ত পুলিস কমিশনার পদমর্যাদার অফিসাররা সার্বিকভাবে গোটা বিষয়টি তদারকি করবেন। তাঁদের সাহায্য করবেন যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনাররা। কলকাতা পুলিস জানিয়েছে, কার্নিভাল উপলক্ষ্যে রেড রোড ও তার আশপাশের চত্বরে প্রায় দেড় হাজার পুলিস বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে পুলিসি বার্তালাপের জন্য বিশেষ ওয়ারলেস টাওয়ার বসানো হবে। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, কার্নিভালের জেরে মঙ্গলবার দুপুর থেকে খিদিরপুর রোড, কিংস ওয়ে, কুইনস ওয়ে, হসপিটাল রোড, রেড রোড, আকাশবাণীর সামনের রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকবে। কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত এই বিধি নিষেধ জারি থাকবে।