দেশ

এনডিএ-র মুখ্য়মন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদি

এনডিএর আওতায় থাকা মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, সুশাসন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সহযোগীরা জাতীয় উন্নতি ও গরিব ও পিছিয়ে পড়াদের উন্নতি করতে একেবারে বদ্ধপরিকর। লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জন শক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান, জনতা দল ইউনাইটেডের রাজীব রঞ্জন ওরফে লালন সিং, মেঘালয়ের মুখ্যমন্ত্রী ন্যাশনাল পিপলস পার্টির কনরাড সাংমা এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল আগেই জানা গিয়েছিল। মোদির সঙ্গে চন্দ্রবাবু নাইডুর কথাও হয়।  আপনা দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের দফতর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রে মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এছাড়া বিজেপির ১৩ জন মুখ্যমন্ত্রী এবং ১৬ জন উপমুখ্যমন্ত্রীর সকলেই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছিল। বিজেপি সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিল।