দেশ

অদেয় টিডিএস-র ক্ষেত্রে জরিমানার হার কমল, নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

অদেয় টিডিএস সংক্রান্ত জরিমানার ক্ষেত্রে নিয়ম শিথিল করল কেন্দ্রীয় সরকার। বাজেটে যেমন ঘোষণা করা হয়েছিল, সেইমতো ১৯৬১ সালের আয়কর আইনের আওতায় জরিমানা প্রদানের নিয়ম সংশোধন করা হয়েছে। অদেয় টিডিএস সংক্রান্ত জরিমানার যে বিভিন্ন হার ছিল, সেটা তুলে দিয়ে একটি হার নির্ধারিত করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, সেই পদক্ষেপের ফলে করদাতাদের উপর থেকে আইনি বোঝা কমবে। সহজ হবে পুরো প্রক্রিয়া।  এতদিন অদেয় টিডিএসের ক্ষেত্রে জরিমানার হার বিভিন্ন ছিল। কোনও ক্ষেত্রে ছিল ১.৫ শতাংশ। কোনও ক্ষেত্রে সেটা দু’শতাংশ ছিল। কোনও কোনও ক্ষেত্রে তিন শতাংশ এবং কোনও কোনও ক্ষেত্রে পাঁচ শতাংশ হারে মাসিক জরিমানা গুনতে হত। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার থেকে সবক্ষেত্রেই সেই জরিমানার হার কমিয়ে ১.৫ শতাংশ করা হচ্ছে। অর্থাৎ একটি নির্দিষ্ট হারেই অদেয় টিডিএসের ক্ষেত্রে জরিমানা গুনতে হবে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পূর্ববর্তী আবেদনে যদি কোনও গলদ থাকে, তাহলে সেই বিষয়গুলি সংশোধন করে নতুন করে আবেদন জমা দিতে পারবেন করদাতারা। যা আগে করা যেত না। অদেয় টিডিএস সংক্রান্ত জরিমানার হিসাবের ক্ষেত্রে কোনও ব্যক্তি বা কোনও সংস্থা যতবার ইচ্ছা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কোনও সর্বোচ্চসীমা থাকবে না আর। নয়া নির্দেশিকা অনুযায়ী, আয়কর আইনের ২৭৫এ এবং ২৭৬বি ধারার আওতায় জরিমানা দিয়ে করদাতারা ছাড় পেয়ে যেতে পারেন। আগে সেই সুযোগ ছিল না। অভিযোগ জমা পড়ার জরিমানা প্রদানের আবেদন দেওয়ার জন্য ৩৬ মাসের সময়সীমা ছিল। কিন্তু অর্থ মন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে সেই সময়সীমা তুলে নেওয়া হয়েছে। ফলে করদাতাদের আরও সুবিধা হবে।