দেশ

বিহারে বিষ মদের বলি আরও ১০, মৃত বেড়ে ৩৫

বিহারের বিষ মদ কাণ্ডে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শুক্রবার পাওয়া শেষ খবর অনুসারে, পড়শি রাজ্য়ের সীবান ও সারণ জেলার এই ঘটনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। যার জেরে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। এদিন সরকারের তরফেই এই তথ্যের সত্যতা স্বীকার করা হয়েছে। সীবানের জেলাশাসক মুকুল কুমার গুপ্তা এই প্রসঙ্গে বলেন, সীবান সদর হাসপাতাল এবং বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সব মিলিয়ে মোট ৭৯ জনকে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৩ জনকে পটনা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। কারণ, তাঁদের অবস্থা ক্রমশ সঙ্কটজনক হয়ে উঠছিল। অন্যদিকে, ৩০ জনকে ইতিমধ্য়েই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের সম্পর্কে জেলাশাসক বলেন, ‘মৃতদের মধ্য়ে ২৮ জনের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া ইতিমধ্য়েই শেষ করা হয়েছে। তাঁদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।’ আর সীবানের পুলিশ সুপার অমিতেশ কুমার জানিয়েছেন, গত চারদিনে সীবান জেলার ভগবানপুর, মাধার, খাইরা এবং কৌদিয়া গ্রামে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।