কলকাতা

হাতে আর ৭ দিন, হাসপাতালগুলিতে কাজ শেষের সময়সীমা বেঁধে দিল নবান্ন

 ৯৭-৯৮ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি কাজ ২৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। শুক্রবার মেডিক‌্যাল কলেজগুলির পরিকাঠামো ও নিরাপত্তাজনিত কাজ শেষ করতে এমনই নির্দেশ দিল নবান্ন। যুদ্ধকালীন তৎপরতায় তাজ শেষ করতে লোকবল বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে স্বাস্থ্য নিয়ে জরুরি বৈঠক বসেছিল। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় মেডিক‌্যাল কলেজের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে যে সব প্রতিশ্রুতি সরকারের তরফে দেওয়া হয়েছিল, সেগুলি কী অবস্থায় আছে তা জানতে চান মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি পূরণে যাতে কোনও কালক্ষেপ না করা হয়, সেই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।  শুক্রবার নবান্নে স্বাস্থ্য নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন মুখ্যসচিব। এখনও পর্যন্ত বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির কাজের অগ্রগতি কত দূর? গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই স্বাস্থ্য দফতর ও পূর্ত দফতরের থেকে বিস্তারিত রিপোর্ট নেন মুখ্যসচিব। তার পর দফায় দফায় স্বাস্থ্যসচিব নারায়নস্বরূপ নিগম ও পূর্তসচিব অন্তরা আচার্যর সঙ্গে বৈঠক করেন তিনি। ওয়েবেল কর্তারাও বৈঠকে ছিলেন বলে জানা গেয়েছে। ওই বৈঠকেই আরজিকর ও অন‌্যান‌্য মেডিক‌্যাল কলেজগুলির জন্য আলাদা সময়সীমা বেঁধে দেন মুখ্যসচিব।