কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

বিমা ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার কেন্দ্রের। ব্যক্তিগত ট্রাম জীবন বিমার প্রিমিয়াম থেকে উঠে গেল জিএসটি। বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে উঠে গেল জিএসটি। অন্যান্য ক্ষেত্রে ৫ লক্ষ পর্যন্ত জিএসটি ছাড়ের সিদ্ধান্ত হয়েছে শনিবার মন্ত্রিগোষ্ঠীর জিএসটি কাউন্সিলের বৈঠকে। জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে, তা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।” জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন মন্ত্রী নীতীন গড়করি। সূত্রের খবর, শনিবার GST কাউন্সিলের বৈঠকে প্রবীণদের স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় জিএসটি ছাড়ের বিষয়ে একমত হন মন্ত্রিগোষ্ঠী। প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় জিএসটি প্রত্যাহার করল কেন্দ্র।