দেশ

কাশ্মীরের সোনমার্গে জঙ্গি হামলায় মৃত ৭

সোনমার্গের গান্দরবলের নির্মীয়মান এক সুড়ঙ্গে জঙ্গি হামলায় এক চিকিৎসক সহ প্রাণ হারিয়েছেন ৭ জন ৷ হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার শাখা টিআরএফ ৷ সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, এই হামলার মাস্টারমাইন্ড তথা টিআরএফ প্রধান সাজ্জাদ গুল পাকিস্তানে বসে পুরো ঘটনার ছক কষেছিল ৷ সংগঠনের স্থানীয় মডিউল রবিবার সন্ধ্যায় হামলা চালায় ৷ তদন্ত শুরু করেছে এনআইএ ৷ ২-৩ জন সদস্যকে এই হামলায় ব্যবহার করা হয় বলে দাবি সংগঠনের ৷ এর জন্য গত একমাস ধরে ঘটনাস্থলের রেইকি করা হয় বলেও জানা গিয়েছে ৷ মূলত, গত দেড় বছর ধরে কাশ্মীরি পণ্ডিত, শিখ ও কাশ্মীরের বাসিন্দা নয়, এমন ব্যক্তিদের নিশানা করে হামলা চালিয়েছে পাকিস্তানের এই জঙ্গি সংগঠনটি ৷ তবে এই প্রথম সে পথ থেকে সরে এসে নির্মীয়মান এক সুড়ঙ্গে হামলা চালিয়েছে তারা ৷ এই ঘটনায় এক চিকিৎসক সহ ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে ৷