জেলা দেশ

১২০ কিমি বেগে ওড়িশার উপকূলের-সাগরদ্বীপের মাঝে দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’

 ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা ৷ সোমবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে কিছুটা সরে এসে নিম্নচাপে পরিণত হয়েছে ৷ প্রাথমিকভাবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বা শুক্রবার খুব ভোরে ঘূর্ণিঝড়টি ওড়িশার পুরী, পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপারার উপর দিয়ে বয়ে যাবে ৷ এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়ায় ৷ এর ফলে বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে ৷ মঙ্গলবার সকালেই নিম্নচাপ ক্ষেত্রটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে ওই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৭৭০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ৷ আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, নিম্নচাপের জায়গাটিতে ঘন মেঘ জমাট বেঁধেছে ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৩ অক্টোবর সকালেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে, যার নাম রাখা হয়েছে ‘দানা’ ৷ প্রতি মুহূর্তে নিম্নচাপ, তার গতিপথ, পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া অফিস ৷ ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ৷