ওয়েনাড থেকে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী সেটা আগেই জানা হয়ে গিয়েছিল। কংগ্রেস এবিষয়ে আগাম বার্তা দিয়েছিল। রাহুল গান্ধীর ছেড়ে আসা আসনে উপনির্বাচনে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবারই মনোনয়ন জমা দিলেন সোনিয়াকন্যা। মঙ্গলবার মা সোনিয়া গান্ধীর সঙ্গে মাইসুরু পৌঁছন তিনি। রাতেই ওয়ানড়ে চলে আসেন তাঁরা। এদিন সোনিয়া, রাহুল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতাদের উপস্থিতিতে নিজের মনোনয়ন জমা দেন প্রিয়াঙ্কা। চব্বিশের লোকসভা ভোটে গান্ধী-গড় রায়বরেলি ও নিজের কেন্দ্র ওয়ানাড দুটি আসন থেকেই লড়েন রাহুল গান্ধী। দুই আসনেই বিশাল ব্যবধানে জেতেন রাহুল গান্ধী। মায়ের ছেড়ে যাওয়া আসন রায়বরেলি রেখে ওয়ানাড ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। সেই কেন্দ্রেই উপনির্বাচনে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর প্রিয়াঙ্কা বলেন, নিজের কাজ করে যেতে চান তিনি। যেভাবে দল তাকে নির্দেশ দেবে সেইমত কাজ করবেন। যেভাবে দেশবাসী বিজেপির বিরুদ্ধে রুখে দাড়িয়েছে সেই ধারাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান। লোকসভা ভোটের ফল ঘোষণার পর বিজেপি জোট না করে ফের ক্ষমতায় আসতে পারত না। এটা গোটা দেশবাসীকে ঠকানোর সমান।