কলকাতা

ধেয়ে আসছে দানা, আগামীকাল সন্ধ্যে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা বন্ধ বিমান চলাচল

ঘূর্ণিঝড় দানা’র প্রভাব এবার কলকাতা বিমানবন্দরে। ঘূর্ণিঝড়ের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দমদম বিমানবন্দের টানা ১৫ ঘণ্টা বন্ধ থাকবে বিমান ওঠানামা ৷ বাতিল করা হয়েছে দূরপাল্লার বহু ট্রেনও ৷ 24 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে ১৫ অক্টোবর অর্থাৎ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় দানা’র কারণে বাতিল করা হয়েছে বহু ট্রেন ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে ১৪০টি দূরপাল্পার ট্রেন এবং ৪০টি লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে ৷ আর পূর্ব রেলের তরফে বাতিল করা হয়েছে দু’টি দূরপাল্লার ট্রেন ( শিয়ালদা-পুরী দুরন্ত এবং কলকাতা-পুরী এক্সপ্রেস ) ৷ এছাড়াও পূর্ব রেলের তরফে বৃহস্পিতবার রাত ৮টা থেকে শুক্রবার ১০টা পর্যন্ত ১৯০টি লোকাল ট্রেন বন্ধ রাখার কথাও জানানো হয়েছে ৷ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। যা বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যান ও ধামরা বন্দরের মধ্যভাগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের। বুধবার সন্ধ্যায় ওড়িশার আবহওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা’র অবস্থান পারাদ্বীপ থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। ধামরা বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং সাগরদ্বীপ থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ৷ ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী জেলাগুলিতে । এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৷ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্য়ান্ডফলের ঘোষণার পরই আরও সতর্ক রাজ্য প্রশাসন ৷