দেশ

চেন্নাইয়ের বেসরকারি স্কুলে গ্যাস লিক, হাসপাতালে ভর্তি ৩৫ জন পড়ুয়া

চেন্নাইয়ের একটি বেসরকারি স্কুলে একসঙ্গে অসুস্থ 35 জন পড়ুয়া ৷ শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি বমি ভাব নিয়ে তড়িঘড়ি তাদের ভর্তি করা হল স্থানীয় হাসপাতালে ৷ ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা চেন্নাইয়ের তিরুভোত্তিউর এলাকায় ৷ সম্ভবত গ্যাস লিক করে এদিনের এই ঘটনা বলে অনুমান ৷ জানা গিয়েছে, শুক্রবার বিকেলে স্কুল ছুটির কিছুক্ষণ আগে ক্লাসরুমে সজ্ঞাহীনভাবে একে একে মাটিতে লুটিয়ে পড়ে পড়ুয়ারা ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন শিক্ষকরা ৷ তাঁরা এসে পড়ুয়াদের চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন ৷ খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে ৷ ৩৫ জন পড়ুয়াকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তিরুভোত্তিউর সরকারি হাসপাতালে ৷ খবর দেওয়া হয় পড়ুয়াদের পরিবারকে ৷ কয়েকজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকিদের চিকিৎসা চলছে বলে খবর ৷ ঘটনার সূত্রপাত ঠিক কী থেকে, তা এখনও জানা যায়নি ৷ তবে অনুমান করা হচ্ছে, কোনও প্রকারের গ্যাস লিক করে ঘটনাটি ঘটেছে ৷ তিনটি তলা বিশিষ্ট স্কুলটির তৃতীয় তলায় ঘটনাটি ঘটেছে ৷ সেখানে আশেপাশে কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷ চিকিৎসাধীন এক ছাত্রীর মতে, “গত দু’দিন ধরে এক প্রকার গ্যাসের গন্ধ পাচ্ছিলাম আমরা ৷ স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আমরা জানানোর পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ আজ অজ্ঞান হয়ে যাওয়ার পরও আমাকে বলা হয় জল খেলে ঠিক হয়ে যাবো ৷ পরে একে একে বাকিরা অজ্ঞান হয়ে যাওয়ায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় ৷”