জেলা

‘অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় শান্তি ফিরবে’, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

 ১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই রাজ্যে এসে ২০২৬ সালে বাংলায় পরিবর্তন ডাক দিলেন অমিত শাহ । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার জনগণকে বলছি ২০২৬-এ পরিবর্তন আনুন। আমরা ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে তবেই স্বস্তির নিঃশ্বাস নেব। এই অনুপ্রবেশ বন্ধ হলে তবেই বাংলায় শান্তি ফিরবে। পেট্রাপোলের যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন অনুষ্ঠানে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে থেকে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন শাহ। তিনি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে দেবে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। ২০২৬ সালে আপনারা পরিবর্তন এনে দিন রাজ্যে। অনুপ্রবেশ বন্ধ হলে তবেই পার্টনারশিপ বাড়বে। বাংলাদেশ-ভারত, নেপাল-ভারত, মায়ানমার-ভারত, এই দেশগুলি সীমান্তে থাকায় এদের সকলের ভাষা-সংস্কৃতীর আদান-প্রদান হবে। যার মাধ্যমে নতুন যুগের সূচনা হবে। উন্নয়ন মোদি সরকারের প্রধান লক্ষ্য। অন্যদিকে ইউপিএ সরকারের থেকে মোদি সরকার বাংলাকে বেশি টাকা দিয়েছে বলে দাবি করেন অমিত শাহ।