বিজ্ঞান-প্রযুক্তি

চন্দ্রযান ৪ লঞ্চের আগেই চন্দ্রযান ৫ অভিযান নিয়ে বড় ঘোষণা ইসরোর

সম্প্রতি চন্দ্রযান ৫ অভিযান নিয়ে বড় ঘোষণা করেছেন এস সোমনাথ। তিনি জানান, সেই মিশনটি জাপানের মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যৌথ ভাবে পরিচালনা করা হবে। এই মিশনের দিনক্ষণ সম্পর্কে অবশ্য কোনও মন্তব্য করেননি ইসরো প্রধান। তবে ২০২৮ সালের পরেই এই অভিযান কার্যকর করা হতে পারে।  তবে চন্দ্রযান ৫ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এস সোমনাথ প্রকাশ করেন অনুষ্ঠানে। ইসরো প্রধান জানান, চন্দ্রযান ৩ অভিযানে রোভারের ওজন ছিল মাত্র ২৭ কেজি। তবে চন্দ্রযান ৫ অভিযানে রোভারের ওজন হতে চলেছে ৩৫০ কেজি। তিনি বলেন, ‘চন্দ্রযান ৫ ভারী মিশন হতে চলেছে। এই অভিযানে ল্যান্ডার দেবে ভারত। আর রোভার আসবে জাপান থেকে।’ এস সোমনাথ দাবি করেন, চন্দ্রযান ৫ অভিযানের ফলে চাঁদে মানুষ পাঠানোর আরও এক ধাপ কাছে চলে যাবে ভারত। উল্লেখ্য, ইসরোর পরিকল্পনা অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই আবহে ‘লুপেক্স’ বা লুনার পোলার এক্সপ্লোরেশনের এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। যেটাকে কি না এখন চন্দ্রযান ৫ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। রিপোর্টে দাবি করা হয়েছ, ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানান, আগামী ২০২৫ সালে ভারত-মার্কিন যৌথ নিসার মহাকাশ অভিযান হতে চলেছে। এদিকে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান ‘গগনযান’ লঞ্চ করা হবে ২০২৬ সালে। আর ২০২৮ সালে চন্দ্রযান ৪ অভিযান চালানো হতে পারে। সেই মিশনে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরবে মহাকাশ যান। পাশাপাশি মাহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের অবদান আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেন ইসরো প্রধান। সঙ্গে তিনি এও বলেন, ‘সাম্প্রতিক সময়ে ছোট, বড় অনেক সংস্থাই মহাকাশ ক্ষেত্রে পা রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তাদের সাহায্য করতে ইসরো যথাসাধ্য চেষ্টা করছে।’