দেশ

রাষ্ট্রীয় একতা দিবসে গুজরাতের কেবারিয়া থেকে দেশের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রী মোদির, ‘এক দেশ এক ভোট’র পক্ষে সওয়াল

রাষ্ট্রীয় একতা দিবসে গুজরাটের কেবারিয়া থেকে দেশের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি। মোদির এদিনের বক্তব্যে যেমন আরবান নক্সাল প্রসঙ্গ উঠে আসে, তেমনই একদেশ এক ভোট নীতির পক্ষেও জোরগার সওয়াল করেন প্রধানমন্ত্রী।  ২০২৪ সালে রাষ্ট্রীয় একতা দিবস পড়েছে দিওয়ালির দিনে। এই একতা দিবস উপলক্ষ্যে গুজরাটের কেবারিয়ায় সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে দেশকে একাধিক বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,’ ভারত কীভাবে তার সমস্যার সমাধান করছে তা বিশ্ব দেখছে। তাই আমাদের ঐক্য রক্ষা করতে হবে।’ একইসঙ্গে তিনি বলেন,’ কিছু বিকৃত শক্তি ভারতের উত্থান নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। ভারতের অভ্যন্তরে এবং এর বাইরেও এই ধরনের লোকেরা অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা বিশ্ব বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যেতে চায়। এই লোকেরা ফোর্সকে টার্গেট করছে, ভুল তথ্য প্রচার চালাচ্ছে।’ মোদি বলেন,’তারা জাত-পাতের নামে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য ভারতের সমাজ ও ঐক্যকে দুর্বল করা। তারা চায় না ভারত উন্নত হোক কারণ ‘দরিদ্র ভারত, দুর্বল ভারত’ রাজনীতি তাদের জন্য উপযুক্ত। তাই তারা সংবিধানের নামে ভারত ভাঙছে। আমাদের আরবান নকশালদের এই জোটকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ‘ আরবান নকশাল ইস্যুতে মোদী বলেন,’যে নকশালবাদ বনে জন্মেছিল, যা যুবকদের বন্দুক দিয়ে সাজিয়েছিল, তা ধীরে ধীরে হ্রাস পেয়েছে এবং শহুরে (আরবান) নকশালবাদের একটি নতুন মডেল আবির্ভূত হয়েছে। যারা দেশ ভাঙ্গার স্বপ্ন দেখে এবং মিথ্যা মুখোশ পরে দেশকে ক্ষুন্ন করে এমন ধারণা প্রচার করে… তাদের চিহ্নিত করে তাদের মোকাবিলা করতে হবে।’ এদিকে, এক দেশ ও এক ভোট নীতি নিয়েও বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন,’ আমরা এখন এক দেশ এক ভোট নিয় কাজ করছি, যা ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবে, ভারতের সম্পদের সর্বোত্তম ফলাফল দেবে এবং দেশ উন্নত ভারতের স্বপ্ন অর্জনে নতুন গতি পাবে। আজ, ভারত ওয়ান নেশন ওয়ান সিভিল কোড-এর দিকে এগোচ্ছে। যা একটি ধর্মনিরপেক্ষ সিভিল কোড।’