গতকাল, বৃহস্পতিবার কালীপুজোর রাত থেকে আজ, শুক্রবার সকাল ৭টা পর্যন্ত মোট ১৪৪২ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পাশপাশি, প্রায় ৭১৭ কেজি নিষিদ্ধ বাজি এবং প্রায় ৭৯ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১৪৪২ জনের মধ্যে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ২৬৫, অভব্য আচরণের অভিযোগে ৩২৮, জুয়া খেলার অপরাধে ৮, হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে ১৯৩, হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে ২৯৬, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ৯৩, মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে ৯০ এবং অন্যান্য আইন ভঙ্গের কারণে ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ৭১৭.৮০ কেজি নিষিদ্ধ বাজি এবং ৭৯.৪ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। কালীপুজোর আগে প্রতিবারই শহরে সজাগ দৃষ্টি থাকে পুলিশের। এ বারও তার ব্যতিক্রম হয়নি। তবে পুলিশি টহলের মধ্যেও বাধ সেধেছে বহুতলগুলি। কারণ, এইসব বহুতলগুলি থেকেই বাজি বেশি ফাটায় নাগাল পেতে মুশকিল হয়েছে পুলিশের। কলকাতার পাশপাশি পিছিয়ে ছিল না শহরতলিও। সল্টলেকের পরিবেশ ভবনে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বুধবার থেকেই কন্ট্রোল রুম খুলেছিল। বুধবারই সেখানে ন’টি অভিযোগ এসেছিল। তার মধ্যে রয়েছে কোন্নগর, নন্দকুমার, ভগবানপুর, পাটুলি, বালিগঞ্জ, লেকটাউন, আরামবাগ, বেলেঘাটা ও দক্ষিণ বিধাননগর। শব্দবাজি ছাড়াও কিছু অভিযোগ অবশ্য সাউন্ড বক্স ও ডিজে বক্স বাজানোরও ছিল। বৃহস্পতিবার অর্থাত্ কালী পুজোয় রাত সাড়ে এগারোটা পর্যন্ত গোটা বাংলা থেকে ২৯টি অভিযোগ এসেছে বলে খবর। কলকাতার মূলত বরানগর, কসবা, লেকটাউন থেকে বেশি অভিযোগ এসেছে।