প্রধানমন্ত্রী মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তথা দেশের অন্যতম শীর্ষ স্থানীয় অর্থনীতিবিদ বিবেক দেবরায় প্রয়াত হয়েছেন। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৬৯ বছর। আজ সকালে দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিবেক দেবরায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ডঃ বিবেক দেবরায় উঁচু মাপের পণ্ডিত ছিলেন। তিনি অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক বিষয়ে পারদর্শী ছিলেন। সামষ্টিক অর্থনীতি, জনসাধারণের অর্থ এবং অবকাঠামো, অর্থনৈতিক সংস্কার, প্রশাসন এবং ভারতীয় রেলওয়ের মতো বিষয়গুলি নিয়ে অনেক লেখালেখি করেছিলেন তিনি। এছাড়াও মহাভারত এবং গীতার মতো প্রাচীণ ধর্মগ্রন্থকে আধুনিক ভাষায় অনুবাদ করেছিলেন তিনি। এদিকে বিবেক দেবরায়ের প্রয়াণে মোদী সোশ্যাল মিডিয়াতে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে শোকবার্তায় লেখেন, ‘ডঃ বিবেক দেবরয়জি একজন পণ্ডিত ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন বিষয়ে তাঁর দক্ষতা ছিল। তিনি তাঁর কাজের মাধ্যমে ভারতের বৌদ্ধিক পরিসরে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন। পাবলিক পলিসিতে তার অবদানের বাইরেও তিনি আমাদের প্রাচীন গ্রন্থগুলি নিয়ে কাজ করতেন। তা উপভোগ করতেন। সেগুলিকে যুব সমাজের কাছে সহজলোভ্য করে তুলেছিলেন।’