জেলা

ট্যাব দুর্নীতি-কাণ্ডে বিহার যোগ, প্রতারকদের গ্যাং তৈরি করেছিলেন ধৃত সাইবার ক্যাফের মালিক হাসেম আলি

পূর্ব বর্ধমানের বিভিন্ন স্কুলের ট্যাব দুর্নীতির মামলায় এবার ভিনরাজ্যের যোগ পেল পুলিশ ৷ মালদা থেকে গ্রেফতার হওয়া সাইবার ক্যাফের মালিক হাসেম আলিকে জেরা করে এই তথ্য এসেছে পুলিশের হাতে ৷ সেই মতোই মঙ্গলবার মালদা জেলা থেকে ৪ জনকে গ্রেফতার করেছিলেন তদন্ততকারীরা ৷ ধৃত হাসেম আলিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর, কম্পিউটারে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন তিনি ৷ ডিপ্লোমা কোর্স করার সময়ই হাসেম নেট দুনিয়ায় হাত পাকিয়ে ফেলেন ৷ অভিযোগ, প্রযুক্তির ব্যবহারে পারদর্শী হওয়ার পর, হাসেম বিভিন্ন ওয়েব সাইটের অ্যাক্সেস নিতে শুরু করেন ৷ এর জন্য একটি প্রতারণা চক্র তৈরি করেন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা হাসেম ৷ পুলিশ সূত্রে খবর, হাসেমের সঙ্গে ১৫-২০ জনের একটি গ্যাং কাজ করে ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা ৷ তাঁর এই টিমের সদস্যরা লোকজনের নথি হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজ করত ৷