কলকাতা

‘ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ চলবে’, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে গত সোমবার। আজ, বৃহস্পতিবার সেই অধিবেশনে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় গিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ আইন নিয়ে যে উত্তপ্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল ৷ এদিন এই বিবটি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী ৷ ওয়াকফ সংশোধনী নিয়ে যে বিলটি কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করেছিল, তা আইনে পরিণত করানোর আগে সেটি নিয়ে বিতর্ক বেধেছে। তাই বিলটিকে আপাতত যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। সেই কমিটিতে বিলটির বিরোধিতা করেছে তৃণমূল। বিধানসভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ওয়াকফ সংশোধন বিল নিয়ে সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়নি। ওয়াকফ বোর্ড ব্রিটিশ আমল থেকে চলে আসছে। ১৯৯৫ সালে ওয়াকফ আইনের সংশোধন করা হয়েছে। আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। ২০২৪ সালে যেটা আনা হয়েছে, তা রাজ্যদের সঙ্গে কনসাল্ট করা উচিত ছিল বলে আমি মনে করি। আমরা সংবাদমাধ্যমে দেখে জানি সেটা। আমাদের সাংসদরা পার্লামেন্টে প্রতিবাদ করেছিলেন। একটা জয়েন্ট কমিটিও হয়েছে। এই বিলটা নিয়ে সরকারকে জানানো হয়নি। আশ্চর্যজনক ভাবে আমরা যখন চাকরি দিই, আমরা একটা বিজ্ঞাপনও দিয়েছি। কেন্দ্র শুধু একটা কাগজে বিজ্ঞাপন দিয়ে বলেছে যদি কোনও অসুবিধা হয় তাহলে এই ওয়েবসাইটে জানতে পারেন।’’