জেলা

হাওড়ার বাগনানে জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্যাঙ্কার

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি গ্যাসের ট্যাঙ্কার। দুর্ঘটনাটি ঘটেছে আজ, রবিবার ভোরে ১৬ নং জাতীয় সড়কে হাওড়ার বাগনানের চন্দ্রপুরে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্যাস বোঝাই ট্যাঙ্কারটি হলদিয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ভোর ৫ টা নাগাদ বাগনানের চন্দ্রপুরের কাছে আচমকাই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। যার ফলে রাস্তার মাঝেই আড়াআড়ি অবস্থায় পড়ে থাকে ট্যাঙ্কারটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিস ও দমকল। ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরানোর কাজ চলছে। পুলিসের অনুমান, এদিন সকালে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা কমে গিয়েছিল। তাই ঘটেছে দুর্ঘটনাটি। হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আজ, রবিবার ছুটির দিন থাকার কারণে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়নি।