জেলা

বেলুড় মঠে পালিত হল সারদা দেবীর জন্মতিথি

 আজ সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি ৷ হাওড়ার বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল দিনটি । রবিবার বিশুদ্ধ পঞ্জিকা মতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলুড় মঠে ৷ সেই অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে উদযাপিত হয় মা সারদার জন্মতিথি । রবিবার সারদা দেবীর জন্মতিথিতে বেলুড় মঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে । এ দিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় জমান বেলুড় মঠে ৷ যার ফলে জমজমাট হয়ে ওঠে বেলুড় মঠ চত্ত্বর । এ দিন ভোর 4টে 45 মিনিটে সারদা মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । এছাড়াও রবিবার সারাদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান হয় । এ দিন একদিকে যেমন মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে নির্মিত অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলে স্তবগান, ভজন, মাতৃ সঙ্গীত-সহ সারদা মায়ের কথা । পাশাপাশি নাম পদাবলী, কীর্তন, গীতনাট্য, বাউল গান ও ভজনের অনুষ্ঠান হয় । বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয় । রবিবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই বেলুড় মঠের সামনে ছিল ভক্তদের লম্বা লাইন । এছাড়াও সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রসারিত করা হয় বলে জানানো হয়েছে । সকাল থেকেই অগণিত ভক্ত বেলুড় মঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন মা সারদাকে । সন্ধ্যারতি ও ভজনের মধ্যে দিয়ে আজ সারদা মায়ের 172তম জন্মতিথির অনুষ্ঠানের পরিসমাপ্তি ।