বড়দিনের সকালে ভয়ংকর দৃশ্য দিল্লির রাজপথে। সংসদ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা! নিজের গায়ে আগুন দিলেন এক ব্যক্তি। আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিস। পুলিস সূত্রে খবর, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র কুমার। বাড়ি উত্তরপ্রদেশের বাগপত এলাকায়। এদিন সকাল থেকে সংসদের ভবনে সামনেই বসেছিলেন তিনি। সঙ্গে ছিল এক ব্যাগ। প্রথমে সেই ব্য়াগে, তারপর নিজের গায়ে আগুন দেন ওই ব্যক্তি। এরপর কাছেই একটি পার্ক থেকে জলন্ত অবস্থায় গড়াতে গড়াতে চলে আসেন একেবারে সংসদ ভবনে মেন গেটের সামনেই। ওই অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন বেশ কিছুক্ষণ। শেষে আগুন নিভিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান পুলিসকর্মীরা। তবে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে এই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে কয়েকটি সাদা কাগজ পাওয়া যায়। সেই কাগজে নীল কালিতে সন্ত রবিদাসের কবিতা পংক্তি লেখা ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, উত্তরপ্রদেশে দলিত নির্যাতনের শিকার হয়েছিলেন ওই ব্যক্তি। সরকারের বিরুদ্ধে ক্ষোভেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। ঘটনার তদন্ত করছে পুলিস।