দেশ

সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি, আগামী বছর আইন আনছে কেন্দ্র

নয়াদিল্লিঃ  সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপের ওপর নজরদারি চালাবে সরকার।  এমনটা বলা হয়েছে অনেক আগেই।  এই বিষয়ে নয়া আইন প্রণয়নের জন্য সুপ্রিম কোর্টকে জানিয়েছে সরকার।  এই নিয়ম আসতে চলেছে আগামী ১৫ জানুয়ারি।  নয়া নিময় লাগু হলে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের ভুয়ো খবর, বিদ্বেষমূলক কথাবার্তা মানহানিকর পোস্ট এবং অবৈধ কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।  কোনও ব্যক্তি সোশ্যাল মিডিয়াকে যাতে কোনপ্রকার অসাংবিধানিক কার্যকলাপের জন্য ব্যবহার করতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইতিমধ্যেই মাদ্রাজ, মধ্যপ্রদেশ এবং মুম্বই হাইকোর্ট থেকে এই বিষয়ের যাবতীয় কেসকে স্থানান্তরিত করা হয়েছে সুপ্রিম কোর্টে।  জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত এই কেসের শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সমস্ত ক্যাম্পেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তামিলনাড়ু সরকার।  যাতে যত তাড়াতাড়ি সম্ভব কেসটিকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা যায়।তামিলনাড়ুর অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, “হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের তথ্যের ওপর নজরদারি চালানোয় কোনও আপত্তি জানাতে পারবে না ওই দুটি সংস্থা।” অন্যদিকে এই দুটি সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তথ্যের গোপনীয়তা বজায় রাখার ওপর তারা কোনও হাত নেই। তবে কার্যকলাপ নিয়ন্ত্রণের বিষয়ে তারা সরকারের এবং আইনের সহযোগিতা করবে।