বিদেশ

অবশেষে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল

গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দ্বিতীয়বারের চেষ্টায় বুধবার তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হল সে দেশের পুলিশ। দক্ষিণ কোরিয়ায় ইতিহাসে প্রথম বার কোনও প্রেসিডেন্ট গ্রেপ্তার হলেন। গত এক সপ্তাহেরও বেশ সময় ধরে তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চলছিল। নিজের বাসভবনে ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর ঘেরাটোপে ছিলেন। ৩ জানুয়ারি প্রথম বার ইওলকে গ্রেপ্তার করতে যাওয়ার পর সুরক্ষাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশ এবং তদন্তকারীদের। সে বার পিছু হটলেও বুধবার ভোরে প্রায় তিন হাজার পুলিশকর্মী এবং তদন্তকারীরা হাজির হন তাঁর বাসভবনের সামনে। সেখানে উপস্থিত ইওলের সমর্থকদের বাধা টপকে মই বেয়ে বাসভবনে প্রবেশ করতে হয় পুলিশ এবং তদন্তকারীদের। অবশেষে তাঁকে হেফাজতে নিয়ে সক্ষম হয় পুলিশ। ইওলের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিরিয়োরিটি সার্ভিস (পিএসএস)-এর প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও বার্তায় ইওল জানিয়েছেন, তাঁর এই গ্রেফতারি দেশে ‘আইনের শাসন ভেঙে পড়া’র উদাহরণ। ইওল দাবি করেছেন, তিনি সব সময়ই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানায় তাঁকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখতে পারবেন তদন্তকারীরা। হেফাজতের সময়সীমা বৃদ্ধি করতে হলে আবেদন করতে হবে তদন্তকারীদের।