দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ছাত্রী খুনের ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। দীপেন কয়াল ও বুদ্ধদেব সর্দার নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিসের দাবি, জেরায় তারা অপরাধের কথা স্বীকারও করেছে। মোবাইলের লোকেশনের ভিত্তিতে জানা গিয়েছে ওই দুই অভিযুক্ত ঘটনাস্থলে ছিল। ত্রিকোণ প্রেমের জেরেই ওই ছাত্রী খুন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।