দেশ

বন্ধ হচ্ছে না বিএসএনএল, জানিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি: বন্ধ হচ্ছে না বিএসএনএল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন, বিএসএনএল ও এমটিএনএল-এর সংযুক্তিকরণ করা হচ্ছে।এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেন্দ্র বিএসএন ও এমটিএনএল বন্ধ করে দিচ্ছে না। শেয়ারও ছেড়ে দিচ্ছে না এবং কোনও থার্ড পার্টিও কিনে নিচ্ছে না।টেলিকম দুনিয়ায় অন্যান্য সংস্থার সঙ্গে পাল্লা দিতে না পেরে অনেকটাই পিছিয়ে পড়েছে বিএসএনএল ও এমটিএনএল। এই আর্থিক সঙ্কটে তাই এই সংস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছিলেন কর্মীরা।রবিশঙ্কর প্রসাদ জানান, এমটিএনএল ও বিএসএনএলের সংযুক্তিকরণে সার্বভৌম বন্ডের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা সরকার বিনিয়োগ করবে এবং ৩৮ হাজার কোটি টাকার সম্পত্তি বিক্রি করা হবে।এছাড়াও আরও একটি ঘোষণা করেছে কেন্দ্র এদিন। এমটিএনএল ও বিএসএনএল-এর কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য ২৯৯৩৭ কোটি টাকা খরচ হবে। ২০১০ সাল থেকে কেবল লোকসানই চলছে বিএসএনএল। পরে বাজারে আরও বিভিন্ন টেলিকম সংস্থা আসায় আরও ক্ষতি হতে থাকে। ২০১৮ থেকে ২০১৯-এ বিএসএনএল-এর ক্ষতির পরিমাণবেড়ে হয়েছে ১৪ হাজার কোটি টাকা।