বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের অস্ত্র কারখানা ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে কারখানার ছাদ ৷ এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায় অস্ত্র কারখানায় ৷ স্থানীয় সূত্রে খবর, ভাণ্ডারা জেলার অর্ডন্যান্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আরও ৫ থেকে ৭ জন আহত হয়েছেন বলে খবর। সকাল ১১টার দিকে এলটিসিই ২৩ ভবনে বিস্ফোরণ হয় ৷ যার জেরে পুরো ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। মর্নিং শিফটের কর্মীরা সেইসময় কাজ করছিলেন ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১০ কিলোমিটার দূরের ঘরবাড়ি কেঁপে ওঠে। গোলা-বারুদ তৈরির কাজ চলছিল। বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।