কলকাতা

এবার মিটু নিশানায় জগন্নাথ বসু, ফেসবুক পোস্টে অভিযোগ মহিলার

কলকাতা: হ্যাশট্যাগ মিটু-র সুবাদে একের পর এক যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসছে। সম্প্রতি নাট্যকার সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নাটকের প্রশিক্ষণ দেওয়ার নামে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক তরুণী। সেই অভিযোগ স্বীকার করে নিয়ে গ্রেফতার হন তিনি। এর পরেই উঠে আসে মহীনের ঘোড়াগুলি খ্যাত রঞ্জন ঘোষালের নাম। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা মুখোপাধ্য়ায় তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন। এবার মিটু অভিযোগে বিদ্ধ হলেন আবৃত্তিকার জগন্নাথ বসু। ২২ অক্টোবর ফেসবুক পোস্টের মাধ্যমে জগন্নাথ বসুর বিরুদ্ধে এই অভিযোগ আনেন এক মহিলা। সেই মহিলা জানান মাত্র তাঁর যখন ২১ বছর বয়স, আবৃত্তিকার তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। সেই মহিলা ফেসবুকে লেখেন, “সুদীপ্ত চট্টোপাধ্যায় আর রঞ্জন ঘোষালের ভণ্ডামি তো সবাই জানল। জগন্নাথ বসুকে নিয়ে কেউ কিছু বলবে না?দূরদর্শনের চাকরি আর কালচার ভাঙিয়ে কম করেছে নাকি লম্পট বুড়ো ভামটা? আরো অনেক মেয়ে ও মহিলার সাথে আমি নিজে ভুক্তভোগী, আমার একুশ বছর বয়সে। দায়িত্ব নিয়ে বলছি।” সেই ফেসবুক পোস্টেরই কমেন্টে আর এক মহিলা লেখেন, “আমি তখন ক্লাস ইলেভেনে পড়ি। আমার ক্লাসের একটি মেয়ে জগন্নাথ বসুর কাছে আবৃত্তি শিখত । একদিন কলেজে এসে দেখি , ও ক্লাসরুমে বসে ভীষণ কাঁদছে , কোনও বন্ধুদের কাছে কিছুই বলছে না । আমাদের একজন প্রফেসর ওকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা বললেন , পরে ওর মা বাবাকেও ডেকেছিলেন । পরে জানলাম , উনি ওকে বলেছিলেন , ওর মধ্যে অনেক সম্ভাবনা , ওকে উনি আলাদা করে শেখাতে চান এবং প্রথম সুযোগেই ওকে শারীরিক ভাবে হেনস্থা করেছিলেন । ও ভয়ে লজ্জায় প্রায় অসাড় হয়ে গিয়েছিলো। বাড়ি এসে এই ঘটনা ও মা কে বলে , কিন্তু ওর মা বাবা কেউই ওকে বিশ্বাস করেননি, উল্টে ওকেই বকাঝকা করেছিলেন । মেয়েটি অত্যন্ত সম্ভাবনাময় ছিলো , কিন্তু এর পর থেকে ওর আবৃত্তি শ্রুতিনাটকের শিক্ষাতেই একটা ভীতি এসে যায়। মজার ব্যপার এটাই, ওর মা বাবা নিজের মেয়েকে বিশ্বাস না করে বিশ্বাস করলেন একটি তথাকথিত সেলিব্রিটিকে, কারণ ওই সেলিব্রিটি তকমাটাই এদের সব কিছু থেকে বাঁচায়।”