কলকাতা

বাইকের ধাক্কা, আহত হয়ে হাসপাতালে পুলিশ

কলকাতা : ফের রাতের শহরে গতির দৌরাত্ম্য। এক হেলমেটবিহীন বাইক সওয়ারির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে যেতে হল পুলিশের হেড কনস্টেবলকে। জানা গিয়েছে,পাক-সার্কাসে এক ৩০ বছরের যুবকের বাইক ধাক্কা দেয় পুলিশ কনস্টবলকে।জানা গিয়েছিল, নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। এই সময়েই ওই বাইকটিকে হেলমেটবিহীন সওয়ারিকে দেখে থামাতে যায় ওই কনস্টেবল। সেই সময়ই বাইকটি সৌমিত্র মণ্ডল নামে ওই কনস্টেবলকে ধাক্কা দেয়। যার জেরে হাঁটুতে মারাত্মক চোট পান তিনি। এরপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। সেখানে কিছু চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।ঘটনায় মনীশ কুমার সিং নামে ওই বাইক আরোহীকে গ্রেফতার করেছে তপসিয়া থানার পুলিশ। দুর্গাপুজোর পরে এই রকম ঘটনা এইবার নিয়ে তিনবার ঘটল বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, আরও বেশি পরিমাণে পুলিশ রাতের রাস্তায় নামানোর ব্যবস্থা করা হয়েছে।