জেলা

পাহাড়ি পথে জগিং মমতার, ভাইরাল ভিডিও

কার্শিয়াং: নানা ইস্যুতে পথে নেমে আন্দোলন করতে তিনি অভ্যস্ত। প্রখর রোদ হোক কিংবা বৃষ্টি, মিছিলে হাঁটতে কোনও ক্লান্তি নেই তাঁর। মিছিলে থাকা অন্যান্যরা হাঁফিয়ে উঠলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে সেক্ষেত্রে ব্যতিক্রমী। তিনি যে ঠিক কতটা ফিট, তারই প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স যে সংখ্যা ছাড়া কিছুই নয়, তাই যেন প্রমাণ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।ঠাসা কর্মসূচি নিয়ে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কাজের পাশাপাশি সেই জায়গাকেও উপভোগ করেন তিনি। তাই তো পাহাড়ে গিয়ে ভোরবেলা পাহাড়ি পথে হাঁটতে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। চলতি সফরে কার্শিয়াংয়ের পাহাড়ি পথে রীতিমতো জগিং করতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও তাঁর ফেসবুক প্রোফাইলে আপলোডও করেন। তিনি লেখেন,”স্বাস্থ্যই সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাতর্ভ্রমণের মতো একটি ভাল অভ্যাসই আমাদের সুস্বাস্থ্যের অধিকারী করতে পারে। উত্তরবঙ্গ সফরে কার্শিয়াংয়ের পাহাড়ি রাস্তায় মনোরম পরিবেশে এই হাঁটা এবং দৌড় সারাদিন অক্লান্তভাবে কাজ করতে সহযোগিতা করবে। সুস্থ থাকতে হাঁটার বিকল্প কিছু নেই।” মুখ্যমন্ত্রীর জগিং প্রায় সকলকেই অবাক করেছে। ভিডিওটি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। লাইক, কমেন্টের ঝড় সামাল দেওয়াও যেন কঠিন হয়ে গিয়েছে।এর আগে বুধবারও মহানদী পর্যন্ত হাঁটেন মুখ্যমন্ত্রী। মহানদী স্টেশনের সৌন্দর্যায়ন নিয়ে টয় ট্রেনের আধিকারিকের সঙ্গে কথাও বলেন তিনি। এরপর বৃহস্পতিবারও ওই একই পথে হাঁটতে দেখা যায় তাঁকে। স্থানীয় স্কুলের খুদে পড়ুয়াদের সঙ্গে কথাও বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াংয়ে রাজ্য সরকারের তৈরি নেতাজির স্মৃতি বিজড়িত সংগ্রহশালা পরিদর্শনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার সময় তাঁর জগিং সকলকে চমকে দিয়েছে। তবে এই প্রথমবার নয়, এর আগে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন লন টেনিস কোর্টের ভিডিও ভাইরাল হয়। তাঁর ফিটনেস যে ঠিক কতটা তা টেনিস কোর্টেও প্রমাণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।