কলকাতা: বিপজ্জনক বাড়ি নিয়ে কড়া আইন আনছে কলকাতা পুরসভা। জীর্ণ বাড়ির সংস্কার না করলে এবার হতে পারে জরিমানা। এমনকি জেলও হতে পারে। ১৯৮০ সালের পুর আইনে বদলের প্রস্তাব আজ পেশ হয় পুরসভার অধিবেশনে।পুরসভার আবাসন দফতরের তরফে জানা গিয়েছে, নতুন আইন কার্যকর হলে পুরসভার নির্দেশ অমান্য করলে বাড়ির মালিক এবং দখলদারিদের বিরুদ্ধে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অভিযুক্তের ৫ বছর পর্যন্ত জেলও হতে পারে। কলকাতা পুরসভার একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে শহরে ধরনের বিপজ্জনক বাড়ির সংখ্যা ২৫০০টি, যার মধ্যে ৩০০টি বাড়িকে অত্যন্ত বিপজ্জনক বলে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা।অত্যন্ত বিপজ্জনক ও জীর্ণ বাড়ি গুলিকে দ্রুত ভেঙে ফেলারও নির্দেশ দিয়েছে পুরসভা। যদি না হয়, তাহলে বাড়ির মালিককে ১০,০০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি ২ হাজারের বেশি বিপজ্জনক বাড়িগুলির ভেঙে পড়া অংশের প্রয়োজনীয় মেরামতি এবং তার আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলে নির্দিষ্ট বাড়ির মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হবে বলে জানা গিয়েছে।