দেশ

নির্দল বিধায়কদের সমর্থনে হরিয়ানায় সরকার গড়তে চলেছে বিজেপি

চণ্ডীগড় : মিলেছে ছয় নির্দল বিধায়কের সমর্থন। হরিয়ানা লোকহিত পার্টির একমাত্র বিধায়কও সমর্থন করবেন বলে জানিয়েছেন। তাই হরিয়ানায় সরকার গড়া এখন শুধু সময়ের অপেক্ষা। এমনটাই দাবি বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের।বৃহস্পতিবার রাজ্যের ৯০টি বিধানসভা আসনের ফলাফল ঘোষিত হয়েছে। হরিয়ানায় সরকার গড়তে প্রয়োজন ৪৬ জন বিধায়কের সমর্থন। কিন্তু বিজেপি পেয়েছে ৪০টি আসন। স্বাভাবিকভাবেই সরকার গড়তে প্রয়োজন কমপক্ষে ছয় বিধায়কের সমর্থন। মহা মূল্যবান সেই ছয় বিধায়কের সমর্থন মিলেছে বলে দাবি করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। পাশাপাশি হরিয়ানা লোকহিত পার্টির একমাত্র বিধায়কও গোপাল কাণ্ডাও বিজেপিকে সরকার গড়তে নিঃশর্ত সমর্থন করবেন বলে জানিয়েছেন। খুব সম্ভবত শনিবারই রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবেন খাট্টার। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চায়, দীপাবলির পরই হরিয়ানায় শপথ নিক নতুন সরকার।হরিয়ানায় সরকার গড়ার জাদু সংখ্যা জোগাড় না হওয়ায় বৃহস্পতিবার রাতেই দিল্লি রওনা হন খাট্টার। দলের কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে ভোট পরবর্তী বিষয় নিয়ে আলোচনা সারেন তিনি। রাতেই দিল্লিতে পৌঁছে যান গোপাল কান্ডা ও আরও তিন নির্দল বিধায়ক। আইএনএলডি-এর একমাত্র বিধায়কও বিজেপিকেই সমর্থন করবেন বলে জানিয়েছেন। গোপাল কান্ডা, আইএনএলডি-র এক বিধায়ক ছাড়াও আরও ছয় নির্দল বিধায়ক সরকারক গড়তে বিজেপিকে সমর্থন করায় কংগ্রেস এবং দুষ্মন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির জোট নিশ্চিতভাবেই অনেকটাই প্রাসঙ্গিকতা হারাল।