দেশ

শিবসেনার সঙ্গে রয়েছেন ১৭০ বিধায়ক, এবার একক সরকার গঠনের বার্তা সঞ্জইয়ের

মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়ায় বিজেপি একাংশ থেকে আগেই বলা হয়েছে শিবসেনা সমর্থন করুক বা না করুক সরকার গড়বে বিজেপি। কিন্তু শিবসেনার নেতা সঞ্জয় রাউত জানিয়ে দিলেন, তাদের সঙ্গে সরকার গঠন করার মতো বিধায়কের সমর্থন রয়েছে। রাউত জানিয়েছেন, শিবসেনার সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে। এই সংখ্যাটা ১৭৫ হতেও পারে। বিজেপি যে গেম খেলছে তার জন্য তাদের ছেড়ে কথা বলবে না মানুষ। মিথ্যে দিয়ে কোনও কাজ হয় না। উল্লেখ্য, শিবসেনার ৫০-৫০ ফর্মুলা এখন অতীত। তা মানতেই চাইছে না বিজেপি। সেনার দাবি ছিল তাদের পক্ষ থেকে আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকবেন, বিজেপির পক্ষে কেউ মুখ্যমন্ত্রী পদে থাকবেন আড়াই বছর। কিন্তু এই ফর্মুলা মানতে রাজি নয় বিজেপি। বিজেপির অনড় অবস্থান দেখেই প্ল্যান বি নিয়ে কাজ শুরু করে দেয় শিবসেনা। দেওয়ালির দিন এনসিপি নেতা শরদ পাওয়াররের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন সেনা নেতা সঞ্জয় রাউত। কোনও রাখঢাক না করে তিনি তা স্বীকারও করেছেন। রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, বিজেপি শেষপর্যন্ত রাজি না হলে এনসিপি-র হাত ধরতে পারে শিবসেনা। এদিকে, মওকা বুঝে শিবসেনাকে একটা সবুজ সংকেত দিয়ে রেখেছে এনসিপি।