দেশ

দিল্লিতে অবতরণের পরই এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

দিল্লিতে অবতরণের পরই আগুন ধরল এয়ার ইন্ডিয়ার বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে ৷ এটি বিমানের একটি ছোট ইঞ্জিন ৷ মঙ্গলবার দুপুরে বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে ৷ তবে যাত্রী ও বিমানকর্মীরা সবাই নিরাপদে আছে বলে জানিয়েছে বিমান সংস্থা ৷ এয়ার ইন্ডিয়ার মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছে, “২২ জুলাই এআই ৩১৫ বিমানটি হংকং থেকে দিল্লি আসছিল ৷ বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ)-তে আগুন ধরে যায় ৷ তখন সদ্য যাত্রীরা বিমান থেকে নামতে শুরু করেছেন ৷ সিস্টেমের নিজস্ব ডিজাইন অনুযায়ী এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ৷” তাই অল্পের জন্য বড় ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেয়েছেন যাত্রী ও বিমানকর্মীরা ৷ কিন্তু এর সঙ্গে বিমানটির কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে ৷ যদিও যাত্রী ও বিমানকর্মীরা স্বাভাবিক ভাবে নিরাপদে বিমান থেকে নামতে পেরেছেন ৷ মুখপাত্র জানিয়েছেন, কী কারণে বিমানটিতে এভাবে আগুন ধরল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ বিমান চলাচলের খোঁজখবর দেওয়া ওয়েবসাইট Flightradar24.com-এর দেওয়া তথ্য অনুযায়ী এয়ার ইন্ডিয়ার বিমানটি এ৩২১ এয়ারক্রাফ্ট ছিল ৷ এদিন দুপুর ১২.১২ মিনিটে সেটি বিমানবন্দরে অবতরণ করে ৷ অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ) বিমানের একটি ছোট ইঞ্জিন ৷ এই ইঞ্জিনের মাধ্যমে বিমানে বিদ্যুৎ সরবরাহ হয়, এসি নিয়ন্ত্রণ এবং ইঞ্জিন স্টার্টের জন্য এপিইউ দায়ী ৷ কখনও মাটিতে থাকার সময় আবার কখনও উড়ানের সময় এপিইউ হাইড্রলিক পাওয়ার সরবরাহ করে ৷ এটি একটি আলাদা স্বয়ংক্রিয় ইঞ্জিন, যা বিমানের গুরুত্বপূর্ণ ব্যবস্থগুলিকে নিয়ন্ত্রণ করে ৷