খেলা

Durand Cup 2025 : ফুটবলে কিক মেরে ডুরান্ড কাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

ফুটবলে কিক মেরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে তিনি উদ্বোধন করেন শতাব্দীপ্রাচীন টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ম্যাচ শুরুর ঠিক আগে মাঠে আসেন মুখ্যমন্ত্রী। পরপর দু’বার ফুটবলে কিক মারেন তিনি। রাজ্যের একঝাঁক মন্ত্রীও হাজির ছিলেন বুধবারের যুবভারতীতে।  দু’বছর আগেও তিনি বলে কিক মেরে ডুরান্ডের উদ্বোধন করেছেন। গতবছর সরকারি কাজে দিল্লিতে থাকায় উদ্বোধনে আসতে পারেননি তিনি। তবে এবার মাঠে এলেন মুখ্যমন্ত্রী। ফুটবলে প্রথম শট মারলেন। কয়েক মুহূর্ত পরে দ্বিতীয়বার ফুটবলে শট মারেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন মাঠে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিরা। এছাড়াও ছিলেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ছৌ নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানের সূচি তৈরির ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতির উপর বিশেষভাবে জোর দিয়েছেন আয়োজকরা। সেই সূত্রেই বাংলার বাউল সংগীতও দেখা যায় ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলটরা যুবভারতীর উপর ‘এয়ার শো’ করেন। সেই সঙ্গে গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’ থেকে শুরু করে শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’। ছিল

মার্শাল আর্টের শো। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড। উদ্বোধনের পর স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অবশ্য আইএসএল নিয়ে প্রশ্ন সযত্নে এড়িয়ে যান তিনি । দেশের টপ-টিয়ার লিগ আয়োজন ঘিরে জটিলতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মমতা বলেন, “আমাকে এই প্রসঙ্গে এখানে জিজ্ঞেস করবেন না । এই নিয়ে কথা বলার এটা আদর্শ জায়গা নয়।” পাশাপাশি তিনি আরও বলেন, “ডুরান্ডে এবার বাংলার চারটি দল অংশ নিচ্ছে । আমরা গর্বিত । আগামী বছর ডুরান্ড আরও বড় করে হবে।” এদিকে রীতি মেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ডুরান্ডের বল এদিন গড়াল যুবভারতীতে । প্রতিবছরের মতো এবারও ছিল সেনাবাহিনীর ‘এয়ার শো’। দুই দলের প্লেয়ারদের লাইন-আপের সময় হয় সেই শো। ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ এটাই। এছাড়াও যুবভারতীতে হল সাংস্কৃতিক অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লেখা গানেও নৃত্যও পরিবেশন করা হয় ডুরান্ডের উদ্বোধনে । শিখ রেজিমেন্টের ভাংরা থেকে শুরু করে অসম রেজিমেন্টের ছৌ, পাশাপাশি মরাঠা লোকনৃত্য-সহ নানা ধরনের নৃত্য যুবভারতীতে পরিবেশিত হয় এদিন । এছাড়াও ছিল গোর্খা রেজিমেন্টের ‘কুকরি নাচ’ । ছিল মার্শাল আর্টস শো-ও। ‘জয় হো’, ‘চক দে ইন্ডিয়া’ গানের সঙ্গে পা মেলাল বিভিন্ন রেজিমেন্ট ।