দেশ

প্রয়াত জম্মু-কাশ্মীরের শেষ রাজ্যপাল সত্যপাল মালিক

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তির ষষ্ঠ বর্ষপূর্তি ৷ এদিনই প্রয়াত হলেন পূর্বতন রাজ্যটির শেষ রাজ্যপাল সত্যপাল মালিক ৷ বেলা 1.12 মিনিটে রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ 79 বছর বয়সি এই নেতা দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন ৷ চিকিৎসাধীন ছিলেন হাসপাতালের আইসিইউতে ৷ আরএমএল হাসপাতাল থেকে একটি বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ৷ জম্মু-কাশ্মীর ছাড়াও প্রবীণ রাজনীতিক সত্যপাল মালিক গোয়া, বিহার, মেঘালয় ও ওড়িশার রাজ্য়পালের দায়িত্বভার সামলেছিলেন ৷ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে লোকসভা ও রাজ্যসভার সাংসদও হয়েছেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় সংক্ষিপ্ত বার্তায় তিনি লিখেছেন, ” সত্যপাল মালিকের মৃত্যুর খবরে আমি শোকাহত ৷ এই দুঃখের সময়ে তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি ৷” অর্থবহ পোস্ট করেছেন জম্মু-কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তথা বিধায়ক তনভীর সাদিক ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “যে দিনটি তিনি (সত্যপাল মালিক) আমাদের পরিচয় মুছে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন, সেদিনই তিনি নিজের যাত্রা শেষ করলেন ৷ এটা যদি পোয়েটিক জাস্টিস না হয়, তাহলে আর কী হতে পারে ?” 2018 সালের 23 অগস্ট থেকে 2019 সালের 2 নভেম্বর পর্যন্ত সময়ে সত্যপাল মালিক জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন ৷ ঠিক ছ’বছর আগে এই দিনে অর্থাৎ 2019 সালের 5 অগস্ট তিনি রাজ্যপাল থাকাকালীন জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা অবলুপ্তি ঘটায় কেন্দ্রের এনডিএ সরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই দিন রাজ্যসভায় সংবিধানের 370 ও 35এ ধারার অবলুপ্তির ঘোষণা করেন ৷ এদিকে এই ঘটনার ছ’বছর পূর্তি দিনেই তাঁর মৃত্যু হল ৷