দেশ

গান্ধি পরিবারের এসপিজি সুরক্ষা অপসারণের পর অমিত শাহের বাসভবনের সামনে বিক্ষোভ

গান্ধি পরিবারের এসপিজি সুরক্ষা অপসারণের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের বাইরে কয়েকশ কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভে সামিল হতে দেখা গেল। এই প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগত প্রতিহিংসা এবং রাজনৈতিক প্রতিহিংসায় কবলে পড়ে অন্ধ হয়ে গেছেন। অযাচিত ভাবে সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর এসপিজি নিরাপত্তা অপসারণ থেকেই মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে।” সম্প্রতি বিজেপি সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর থেকেও এসপিজি সুরক্ষা তুলে নেয়। বর্তমানে দেশের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই কেবল এসপিজি কমান্ডোদের দ্বারা সুরক্ষিত ব্যক্তি। ইতিমধ্যেই এই প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল বিজেপিকে একহাত নিয়ে বলেন, “বিজেপি দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের জীবনের সঙ্গে আপস করছে।”