দেশ

ফের উত্তাল জেএনইউ, পুলিশ-ছাত্রদের তীব্র সংঘর্ষ

সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বেতন বৃদ্ধি-সহ বেশ কিছু নয়া বিধি চালু করা হয়েছে। তারই প্রতিবাদে এদিন ক্যাম্পাসের বাইরে এরই প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিল জেএনইউ ছাত্র সংসদের সদস্যরা। অবস্থা যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য দিল্লি পুলিশ ব্যারিকেড করেছিল। ছাত্রদের বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের সামনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পুলিস ব্যারিকেড করে বিক্ষুব্ধ ছাত্রদের আটকানোর চেষ্টা করছে। পুলিসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন ছাত্ররা। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তারপরেও ছাত্র-ছাত্রীরা পুলিশকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন। অতিরিক্তি পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে ছাত্র বিক্ষোভ রুখতে। তাঁদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে সাধারণত মধ্য বিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়তে আসে। তাঁদের পক্ষে এই বিপুর পরিমান ফি দিয়ে পড়াশোনা করা সম্ভভ নয়। সেকারণেই কর্তৃপক্ষকে বার বার ফি কমানোর কথা বলা হয়েছিল। কিন্তু গত ১৫ দিন ধরে তার কোনও সমাধান হয়নি।