কলকাতা

হেলিকপ্টার না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনখড়

মঙ্গলবার রাস উত্‍সবে যোগ দিতে রাজ্যপালের শান্তিপুর সফরের জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়েছিল রাজভবন। প্রশাসনিক কারণে রাজ্য সরকার তা দিতে পারবে না বলায়, রাজ্যপাল জগদীপ ধনখড় অসন্তোষ জানিয়ে নবান্নকে পাল্টা চিঠি দিয়েছেন। রাজ্যপাল বলেন, কতটা অসৌজন্য! একদিনের জন্য হেলিকপ্টার চাইলেও তা দেওয়া যাবে না জানিয়ে দুঃখ প্রকাশ করে চিঠি পাঠানো হয়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের আজ সড়কপথে শান্তিপুর যাওয়ার কথা। সূত্রের খবর, গত ৪ নভেম্বর নবান্নের তরফে রাজভবনের চিঠির জবাব পাঠানো হয়েছে। যে হেলিকপ্টারটি রাজ্য সরকার ভাড়া নিয়ে রেখেছে সেটি মুখ্যমন্ত্রী, রাজ্যের অন্য মন্ত্রীর সফর ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। সোমবার সেই কপ্টারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগণার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বিভিন্ন এলাকা আকাশপথে পর্যবেক্ষণ করেন। বুধবার ওই হেলিকপ্টারেই তিনি উত্তর ২৪ পরগনার দুর্গত অঞ্চল দেখবেন বলে ঠিক আছে। সরকারের একটি সূত্র জানাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে যে কোনও আপতকালীন প্রয়োজনে সরকারি হেলিকপ্টারটি এখন লাগতে পারে।