দেশ

গোয়ার সৈকতে মদ্যপান করলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা

গত শনিবার গোয়ার মোরজিম বিচে দুই পর্যটকের মৃত্যুর পর সতর্ক হয়েছে গোয়া প্রশাসন। সৈকতে মদ্যপানে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, ‘‌এখন থেকে সৈকতে পর্যটকদের মদ্যপানে নিষেধাজ্ঞা থাকবে। প্রতিটি সৈকতে অতিরিক্ত পুলিশ থাকবে। যাতে এই ধরণের দুর্ঘটনা এড়ানো যায়।’‌ গত শনিবার গোয়ার অশ্বেম মোরজিম বিচে অতিরিক্ত মদ্যপান করে দুই পর্যটক স্নান করতে নেমেছিল। এরপর তারা সমুদ্রে তলিয়ে যায়। গোয়া পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। জানা গেছে দুই পর্যটক কর্নাটকের বেলগাঁও জেলার বাসিন্দা। একজন বছর ছাব্বিশের আদিত্য মাগাডুম। অপরজন অভিজিৎ মাগাডুম (‌৩৩)‌। দুই পর্যটককে বাঁচাতে গিয়ে একজন গুরুতর আহত হয়েছেন। গত ৩১ জানুয়ারি গোয়া বিধানসভায় সংশোধিত বিল আনা হয়েছিল। সেখানে বলা ছিল, এখন থেকে সৈকতে রান্না, মদ্যপান নিষিদ্ধ থাকবে। এমনকি ভাঙা বোতল পাওয়া গেলেও জরিমানা করা হবে ২০০০ টাকা। তারপরেও কিছুই বন্ধ হয়নি। অবশেষে দুই মদ্যপ পর্যটকের জলে ঢুবে মৃত্যুর পর কড়া হল গোয়া সরকার। জানিয়ে দেওয়া হল, সৈকতে মদ্যপান করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।